৩ বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন সাব্বির
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের ১৭ সদস্যের স্কোয়াডে চ’মক হয়ে এসেছে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি। এই অন্তুর্ভুক্তি নিয়ে
রুম্মান জানালেন, এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হতে পেরে ভালো লাগছে। জানালেন, আশানুরূপ পারফর্ম করতে পারলে এই
ভালো লাগা আরও কয়েকগুণ বেড়ে যাবে। জানালেন, ক্যাপ্টেন সাকিব আল হাসান সাব্বিরের ওপর আস্থা রেখেছিলেন। আর এই
আস্থা তার জন্য অনুপ্রেরণা। দলে ফিরে ক্যাপ্টেন সাকিব আল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাব্বির। কৃতজ্ঞতা
প্রকাশ করলেন সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতিও। সাব্বির রহমানের অন্তর্ভুক্তি নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ঘরোয়া টি-
টোয়েন্টি খেলছে সাব্বির। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাও রয়েছে তার। তাই তার ব্যাপারে চিন্তাভাবনা করেছি
আমরা। – যমুনা টিভি অনলাইন