৪ জন ক্রিকেটার মধ্যে কে টি টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নতুন
অধিনায়ক ঠিক করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গিয়েছিল আজ বোর্ড সভায় হবে সেই সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনজানিয়েছেন শেষ পর্যন্ত বোর্ড সভায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক
নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি । কে হচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক? এমন এক প্রশ্নের জবাবে নাজমুল
হাসান পাপন জানিয়েছেন চারজনের নাম। আবার তাদের মধ্য থেকে একজন টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চাননি। বিসিবি
সভাপতি জানিয়েছেন জিম্বাবুয়ে সিরিজ শেষেই নেয়া হবে সিদ্ধান্ত। মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান
পাপন বলেন, “না না, এখনো সময় হয়নি। সিরিজ চলছে তো। টি-টোয়েন্টি শেষ হলে কী, সেখানে টি-টোয়েন্টি আর ওয়ানডেতে
একই খেলোয়াড় আছে তো। তবে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিবের নাম থাকার বিষয় নিশ্চিত করেছেন
বিসিবি সভাপতি। তিনি বলেছেন, “অধিনায়কত্বে তিনটি নাম আছে। সেখানে সাকিব আল হাসানের নাম আছে। খুব ভালোভাবেই
আছে।” এছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।